পুলিশের পোশাক পরা অবস্থাতে স্বর্ণ ডাকাতির অভিযোগে রাজধানীর লালবাগ থানার কনস্টেবল কামরুজ্জামানসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই আটজনের কাছ থেকে ৫১ ভরি স্বর্ণসহ নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন- এ ঘটনার সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়। তিনি আরো বলেন ডাকাত দলের মধ্যে ছিলেন লালবাগ থানার কনস্টেবল কামরুজ্জামান। তাকে সহ গ্রেপ্তার করা হয় আটজনকে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ঢাকা জেলার পুলিশ সুপার আরো জানিয়েছেন, এর আগেও গত ১৭ জুলাই তাঁতীবাজারের স্বর্ণের দোকান থেকে জোর করে স্বর্ণ ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার হন রূপনগর থানার এএসআই জাহিদুল।
গত ২ আগস্ট ৯৮ ভরি স্বর্ণ নিয়ে ঢাকার তাঁতিবাজারে আসেন মানিকগঞ্জের সিংগাইরের সোলাইমান জুয়েলার্সের কর্মচারী বরুন ঘোষ। পরিচিত স্বর্ণের দোকান বন্ধ পেয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। যান জিনজিরায়। সেখানে হঠাৎ তাকে ঘেরাও করে পুলিশের পোশাক পরা ৮ থেকে ১০ জন। পোশাক পরা অবস্থাতেই তারা দল বেধে জোর করে মাইক্রোবাসে তুলে নেয় জুয়েলার্সের কর্মচারী বরুন ঘোষকে।
পরে বরুন ঘোষের কাছে থাকা স্বর্ণ ও টাকা লুট করে তাকে কেরাণীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন স্থানে ফেলে পালিয়ে যায় ডাকাত দল।