• রাজশাহী, বাংলাদেশ
  • ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৫১

বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. আল-আমিন (২০)। তিনি রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দক্ষিণ জামিরা এলাকার মো. তেসান আলীর ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে বেলপুকুর থানার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ জামিরা গ্রামে আল-আমিন নামে এক ব্যক্তি তার বাড়িতে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের হাতলযুক্ত ইস্পাতের তৈরি ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানান, আল-আমিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি মাঝে মাঝে ওই অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করতেন বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮