স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে র্যাব-৫ এর একটি অভিযানে বাধা সৃষ্টি করে আলী নামের এক চিহ্নিত মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সৈকত ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকায় রিভারএইন ছাত্রাবাসের বিপরীত পাশে মহাসড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় শত শত উৎসুক মানুষ রাস্তায় ভিড় করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন। এসব ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় অভিযানে থাকা র্যাব সদস্যদের ঘিরে ফেলে একদল যুবক। তারা র্যাবের গাড়ি লক্ষ্য করে উত্তেজনা সৃষ্টি করে এবং সুযোগ পেয়ে আলীকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনায় র্যাব সদস্যদের লাঞ্ছিতও করা হয় বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, নগরীর বিভিন্ন মহল্লা ও গলিতে মাদক ব্যবসা নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে। কিশোর-তরুণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির হার বাড়ছে উদ্বেগজনক হারে। তাদের ভাষ্য, “মাদক ব্যবসায়ীরা এখন এতটাই বেপরোয়া যে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাতেও পিছপা হচ্ছে না।”
সাম্প্রতিক সময়ে প্রশাসনের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের মতে, পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অতীতে ঘটলেও র্যাব সদস্যদের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা রাজশাহী মহানগরীতে এই প্রথম। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনা বিষয়ে জানতে চাইলে র্যাব-৫ এর অভিযানিক দলের সদস্য নূর-এ আলম ফোনে বলেন, স্যারের সাথে কথা বলছি। পরে বিষয়টি জানাচ্ছি। এরপর তিনি ফোন কেটে দেন।





