• রাজশাহী, বাংলাদেশ
  • ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই’র তুষার, কাকলী, তাসু প্যানেল পরিচিতি সভা

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৪:১৩

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই’র তুষার, কাকলী, তাসু প্যানেল পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার: কথায় নয়, কর্মদক্ষতার মাধ্যমে কল্যাণমুখী অ্যালামনাই গঠনই আমাদের অঙ্গিকার’ শ্লোগান নিয়ে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তুষার, কাকলী, তাসু পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজশাহী কলেজের অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। মূলক রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই দুটি প্যানেলের মধ্যে তুষার, কাকলী, তাসু ‘ক’ প্যানেলে ৪৩জন। এই ‘ক’ প্যানেলটি এ নির্বাচনের মুল ভুমিকায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তুষার, কাকলী, তাসু ‘ক’ প্যানেলে রয়েছে ১৯৭৫ সাল থেকে ২০১৩ সালের এইচসএসি ব্যাচের শিক্ষার্থী। গতকাল এই প্যানেল পরিচিতি সভায় অংশ নেয় প্রায় ৩শতাধিক শিক্ষর্থী। যারা দেশের বিভিন্নস্থানে কর্মরত ও কর্মজীবন থেকে অবসরে রয়েছেন। জাতীয় সঙ্গীত ও কোরআন তেলোয়াতের মধ্য পরিচিতি অনুষ্ঠানের শুরু হয়। পরে আগত অতিথিরা একে অপরের সাথে পরিচিত হন। মূলত তুষার, কাকলী, তাসু পরিষদের প্যানেল পরিচিতি সভা মিলন মেলায় রুপ নেয়।
‘ক’ প্যানেলে থেকে এবার এই এলামনাই নিয়ে ব্যাপক পরিকল্পনা করা হয়েছে। এই সংগঠনকে আরো গতিশীল করার জন্য ‘ক’ প্যানেল থেকে নানা কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে, রাজশাহী কলেজকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, সকল এলামনাইকে নিয়ে সমৃদ্ধ তথ্য ভান্ডার তৈরি করা। যাতে এর সদস্যরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারেন, সহযোগিতা করতে পারে। সদস্যদের খারাপ সময়ে পাশে দাঁড়ানো, দেশে বিদেশে থাকা সদস্যদের একত্রিত করে সদস্য তৈরি করা। এছোড়াও এই প্যানেল থেকে অপরের সমপুরক হিসাবে কাজ করার অঙ্গিকার নেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮