• রাজশাহী, বাংলাদেশ
  • ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

আদালতের রায় অমান্য করে রাজশাহীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলায় আহত ৩

প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৬:৪৯

আদালতের রায় অমান্য করে রাজশাহীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলায় আহত ৩

রাজশাহী প্রতিনিধি : আদালতের রায় উপেক্ষা করে রাজশাহীর দামকুড়া থানার কলারটিকর এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষরা ওই পরিবারের বাড়িতে হামলা চালিয়ে নারী-পুরুষসহ একাধিক সদস্যকে মারপিট করেছে। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা শনিবার রাজশাহীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিক পরিবারে সদস্য আব্দুল্লাহ আল মামুন জানান, কাদিপুর মৌজার খতিয়ান নং–৪৪৩ এর দাগ নং–৩৩১ মূলে তাদের ৫ শতাংশ জমি রয়েছে। প্রায় ২০ বছর আইনি লড়াইয়ের পর আদালত তাদের পক্ষে রায় দেয় এবং তারা ১২ বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিটির দখলে রয়েছেন। কিন্তু রায়ের পরেও মামলার আসামি শামসুল প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ মীমাংসার উদ্যোগ নিলেও তাতে কোনো ফল হয়নি।

মামুন অভিযোগ করে জানান, আদালতের রায় মানতে নারাজ হয়ে আসামি পক্ষ গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় পরিকল্পিতভাবে পাসলি, রড, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় অংশ নেয় শামসুলের ছেলে সবুজ (৩৫), আজুর ছেলে সালাউদ্দিন (৩৬), মৃত আজাহারের ছেলে আয়ু (৫২), জানুর ছেলে রুবেল (৩৮), আজাহারের ছেলে শামসুল (৫৫), আব্দুস সাত্তারের ছেলে বিপ্লব (৪২), উজ্জ্বল (৩৮), তার ছেলে শুভ (২৪) এবং আরও কয়েকজন।

তিনি জানান, হামলাকারীরা তার বাবা ও চাচাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম করে। সবুজের পাসলির আঘাতে তার চাচা তাহসেনের মাথা ফেটে যায়। চাচা মাটিতে পড়লে রুবেল কোপ দিতে গেলে তার বাম হাতের আঙুল কেটে ঝুলে যায়। বাবাকে বাঁচাতে গেলে সালাউদ্দিন ও আজু রড ও পাসলি দিয়ে তার বাবাকে মাথা ও পায়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর দিন, শুক্রবার (২৮ নভেম্বর) দামকুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল আলম বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবার দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮