স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পবা উপজেলায় এ দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসাসের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ রজব আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জাসাসের সদস্যসচিব মোঃ সেলিম রেজা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবা জাসাসের সাবেক সভাপতি মোঃ একরাম হোসেন সরকার এবং সঞ্চালনায় ছিলেন **পবা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম আলি।
এ ছাড়া উপস্থিত ছিলেন—অধ্যক্ষ আঃ মান্নান, অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, সহকারী শিক্ষক জাইদুর রহমান, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, জাসাস নেতা সোলেমান হোসেন, জুয়েল, মিজু আহম্মেদ, আক্কাস আলী, এমরান নুর ঝলক প্রমুখ।
দোয়া শেষে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।





