নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ৪৭তম বিসিএস পরীক্ষার আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৫ এবং পদ-সংশ্লিষ্ট পরীক্ষাসমূহ ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর রাজশাহী মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারদিকে ২০০ গজ এলাকার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপি আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার ক্ষমতাবলে জারিকৃত এই নিষেধাজ্ঞা অনুযায়ী উক্ত এলাকায়- সকল ধরনের মিছিল, মিটিং, সমাবেশ ও বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন চারজনের বেশি লোক একসঙ্গে চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ ২৬ নভেম্বর ২০২৫ আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।





