• রাজশাহী, বাংলাদেশ
  • ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

১৫ বছর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি রাজশাহীতে গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ১২:৫১

১৫ বছর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি রাজশাহীতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ১৫ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে রাজশাহীতে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার চকপাড়া বড় বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলেন

মো. শাহিনুর রহমান ওরফে শাহিন (৪৮) এবং মো. সাদিকুর রহমান ওরফে সুমন (৪৫)।
তারা দু’জনই মো. মতিউর রহমান ওরফে মতিনের ছেলে এবং রাজশাহী মহানগরের রাজপাড়া থানার কেশরপুর ভেড়ীপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাবনা জেলার আত্রাই ধোপা এলাকার মো. শফিকুল ইসলাম ওরফে বাবলু ২০০৩ সালের ৩ সেপ্টেম্বর ট্রাক নিয়ে সোনা মসজিদে যান। সেখানে কয়েকজন যুবকের প্রলোভনে ট্রাকটি ভাড়া দেন পাথর পরিবহনের জন্য। পথিমধ্যে ওই যুবকরা কৌশলে তার হেলপার আনজুকে হত্যা করে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ড্রাইভার শফিকুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৮, তারিখ: ০৪/০৯/২০০৩। মামলায় আসামিদের গ্রেফতারের পর তারা প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর ২০১০ সালে জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়।

পরবর্তীতে আদালত তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। পলাতক অবস্থায় তারা নিজেদের নাম পরিবর্তন করে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি করে বিদেশে পালানোর পরিকল্পনা করে বলে র‌্যাব জানায়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল বুধবার ভোরে অভিযান চালিয়ে চকপাড়া বড় বনগ্রাম এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে তাদের রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮